
মনে করেন আমার নাম মিকি। আমি হঠাত্ করে নাম টা চেন্জ করে রবিন রাখলাম। এখন আমাকে কেউ পরিচয় না দিলে চিনে না। যাদের সাথে মজা করতাম তারাও পরিচয় না দিলে চিনে না কিংবা প্রোফাইল ঘুরে আসতে হয়। আবার জুকারবার্গের সিস্টেম অনুযায়ী 60 দিনের আগে নাম চেন্জ করা সম্ভব না। একটা পদ্ধতি আছে। কিন্তু তাতে আবার আইডি কার্ড আপলোড করতে হয়। কিন্তু এই মুহুর্তে আমার মোবাইলে এমবি নাই। এমবি না থাকলে আমি জিরো ডট চালাবো। তাও ছবি আপলোড দিতে পারব না। এমনি টাইমলাইনে জিরো ডট দিয়ে ছবি আপলোড দেয়া গেলেও এইখানে ঐটা সম্ভব না। তাহলে এখন আমি কি করব? 60 দিন অপেক্ষা করব?? নাকি সবাই কে আমি আবার নতুন করে পরিচয় দিবো?
না বন্ধু ঐ দুইটার কিছু ই করা লাগবে না। তার জন্য ই আজকে আমার এই লেখা। এটা আমার প্রথম লেখা ভুল হলে মাফ করবেন।
ধাপ 1: প্রথমে ফেসবুকে যেখানে ফ্রেন্ডদের নাম লিখে সার্চ দেন ওই সার্চ বারে Hack লিখে সার্চ দেন।
ধাপ 2: এবার সবার প্রথমে আসবে Secure Your Account on Facebook এটা তে ক্লিক করেন।
ধাপ 3: এবার আপনার পাসওয়ার্ড চাইবে। ভয় নাই। দিয়ে দেন।
ধাপ 4: এবার আপনাকে ফেসবুক জিজ্ঞাসা করবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হইছে কিনা। আপনি হ্যা বলুন
ধাপ 5: এরপর বাকি কাজ গুলা করুন। ধাপ 6: সবার শেষ আপনাকে আপনার এযাবত্ চেন্জ করা সকল নামের তালিকা দিবে। আপনি সেখন থেকে আপনি যে নাম দিতে চান ঐনাম সিলেক্ট করুন। এবং ওকে চাপুন।
ব্যাস কাজ শেষ। আপনি আবার আগের নাম ফিরে পাবেন। এটা শুধু অপেরা দিয়ে চেস্টা করবেন।
ধন্যবাদ