আস্সালামু ওয়ালাইকুম।
আশাকরি সবাই ভাল আছেন।আমরা সচরাচর দেখে থাকি যে,বিভিন্ন ওয়েব সাইট এ ক্রিকেটের লাইভ স্কোর দেখার ব্যাবস্থা চালু থাকে।
যদি আপনার পিসি তে ইনস্টল দেওয়া ব্রাউজার
ফায়ারফক্স এই ক্রিকেটের লাইভস্কোর দেখা যাই তাহলে কেমন হয়!!
হ্যা সপ্ন নই সত্তি।
প্রথমে এই লিংকে গিয়ে আ্যাড-অনস টি ফায়ারয়ক্স এ ইনস্টল দিন।
এবার ফায়ারফক্সটি রিস্টার্ট দিন।একটু অপেক্ষা করুন..
এবার স্ট্যাটাস বারের ডানদিকে একটি স্কোর আইকোন আসবে।
Performance থেকে Wicket সিলেক্ট করুন,তাহলে Wicket পড়লে তা দেখতে পারবেন।