আশাকরি সবাই ভাল আছেন।আপনাদের দোয়াই আমিও ভাল আছি।আজ আপনাদের সাথে একটি সাইট শেয়ার করলাম।এই সাইটটি আমাদের দেশিয় কোন সাইট না।অন্য কোন একটা দেশের হবে।তবে এই সাইটটিতে আপনি সুন্দর সব টেস্কট ইফেক্ট তৈরি করতে পারবেন।শুধু টেক্সট ইফেক্ট নয় আপনি চাইলে আপনার সাইটের জন্য লোগো তৈরি করতে পারবেন।আর এসব হবে কোন রেজিস্ট্রেশন ছাড়া একদাম ফ্রিতে।এবং আপনি চাইলে তা আবার ফ্রিতে নামিয়েও নিতে পারবেন।যাই হোক তো চলুন শুরু করি...
প্রথমে সাইটটিতে যেতে এখানে ক্লিক কিুরুন।
তাহলে নিচের চিত্রর মত একটি পেইজ আসবে।এবং start creating a logo বাটন এ ক্লিক করুন।

তাহলে আপনি অনেকগুলো ইফেক্ট পাবেন।এবার আপনার কাঙ্খিত ইফেক্ট এর উপরে ক্লিক করুন।তালে আরেকটি পেইজ আসবে।নিচে ভাল করে বোঝার জন্য দুটি চিত্র দিলাম।

চিত্র

