খাড়ান বাজান ! পোস্ট টা দেইখা জান ! আজ নিয়া আইলাম দেশে বানানো অস্থির একটা গেম। নাম হল "ঢাকার শহরে রিক্সা চালাই রে মামা" !! কি ভায়া নাম দেইখা টাস্কি খাইসেন ?? আমিও খাইসিলাম।
গেমের ডেভেলপার Quiz Grand Masters। গেম টার প্লেস্টোর রেটিং অবিশ্বাস্য ভাবে 4.4 !!!! ডাউনলোড হয়েছে প্রায় ৫০০০+ বার !!! gasp emoticon গেমটি মুলত ঢাকার শহরের রিক্সা চালানোকে বেস করে বানানো হয়েছে। আছে ২৫ টি ভিন্ন লেবেল!!
গেমটি খেলে খুব ভাল না লাগলেও অন্তত একবার ডাউনলোড করে খেলে দেখবেন। দেশের গেম ডেভেলারদের চাওয়া এই টুকুই। আপনার একটি ডাউনলোড তাদের উৎসাহ জোগাবে।
Game Size : 5.3 MB
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন