মাইক্রোসফট করপোরশেনের রিসার্চ ল্যাবে তৈরী করা এই সফটওয়্যারটি মনিটরের উজ্জ্বলতা, ব্যবহূত মাইক্রোপ্রসেসর এবং অন্যান্য যন্ত্রাংশের ওপর ভিত্তি করে কম্পিউটারের ব্যবহূত মোট বিদ্যুতের পরিমাণ জানিয়ে দেয়। সফটওয়্যারটিhttp://research.microsoft.com/en-us/downloads/fe9e10c5-5c5b-450c-a674-daf55565f794/default.aspx এই লিংক থেকে বিনা মূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। মনে রাখতে হবে যে, প্রথমে কম্পিউটারে সফটওয়ারটি চালু করার পর calibration manual entry থেকে ল্যাপটপ অথবা ডেস্কটপ সিলেক্ট করে দিতে হবে।