
গবেষকরা জানান, ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকের ডিজিটাল দুনিয়ার যাবতীয় তথ্য পেস্টবিনেই পেয়ে যান। কারণ এর ইঞ্জিনিয়াররা বহু তথ্য পেস্টবিনে রেখে দিয়েছেন। এটি তথ্য জমিয়ে রাখা এবং লেখা শেয়ারিংয়ের প্লাটফর্ম।
সিনথেটিক ল্যাবস ব্লগ এর সাম্প্রতিক পোস্টে নাথান ম্যালকোম নামের একজন এক্সপার্ট লিখেছেন, ২০১৩ সালে তিনি কয়েকটি বাগের সমস্যা ঠিকঠাক করে দিয়েছেন। ফেসবুকের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি খুব দুর্বল। সিনথেটিক ল্যাব নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান।
ম্যালকোম যা করেছিলনে তা হলো, গুগলে একটি ইরর মেসেজের মাধ্যমে পেস্টবিন পোস্ট দেখার লিঙ্কটি পেয়ে যান। আরো এগিয়ে গিয়ে তিনি দেখতে পান চেহারার পেছনে ফেসবুক আসলে দেখতে কেমন। সেখানে নাম, কমান্ড এবং অন্যান্য মজার তথ্য রাখা ছিল।
তিনি আরো জানান, সেখানে ফেসবুকের মাইএসকিউএল এর পাসওয়ার্ডও পাওয়া গেছে। তবে ফেসবুকের সার্ভারগুলো কঠিন ফায়ারওয়াল দ্বারা নিরাপদ করা হয়েছে। তাই এই ফায়ারওয়াল ভেঙে প্রবেশ করতে না পারলে এসব তথ্য কোনো কাজে দেবে না।
এদিকে, বহু হ্যাকার অবাক হয়েছেন যে, ফেসবুকের এসব তথ্য দেখা খুবই সহজ।
আরেক দল হ্যাকার জানান, গিটহাবে এত বেশি মানুষের ইউজার নেম অথবা পাসওয়ার্ড রয়েছে যা দেখলে সত্যিই অবাক লাগে।