মাপজোকের প্রয়োজন পড়েছে? অনেক সময় দেখা যায় আমাদের কাছে ফিতা বা টেপ নেই? এ ক্ষেত্রে ফিতা বা টেপ খুঁজতে হবে না। আপনার হাতে যদি স্মাপট ফোন থাকে অ্যাপই জায়গা মেপে দেবে। মূলত বাড়ির ভেতরে যেকোনো জিনিসের মাপ নিতে পারবে ‘ইজি মেজার (Easy Measure)’ নামের অ্যাপটি। তাহলে ফিতার কোন কাজ থাকলে ফিতে না কিনে অ্যাপটি ডাউনলোড করে নিন।
