হুলো ভাই-ব্রাদারজ কিরাম আছুইন? আজ থেকে আন্নে গো লাইগা শুরু হইলো এক বিশাল লঞ্চার মেলা tongue emoticon
তোহ the amazing launcher সিরিজ এর প্রথম পর্বের নায়ক হচ্ছে the 'launcher lab' app ! বেপুক চুন্দর ও হ্যান্ডচাম এই নায়কের বিপরিতে নায়িকা হিসেবে রয়েছে আপনার মুপাইল So Roll ! Camera ! Action !!!
launcher এর সাথে আপনারা সবাই পরিচিত। আপনার ফোনের সুন্দর্য বহুগুন বারায় এসব লঞ্চার। আজকের হিরু launcher lab এ ক্ষেত্রে একটু আলাদা। এর ফিচার গুলো আসলেই 1 of a 100 ! উল্লেখ্য যোগ্য ফিচারস -
© হোমস্ক্রিন কাস্টমাইজিং সর্বোচ্চ পর্যায়ে।
© বেশ কিছু নতুন ধরনের থিম প্যাক।
© প্রতিটি হোমস্ক্রিন এর আলাদা ভাবে কাস্টমাইজিং এর সুবিধা।
© বিস্ময় কর ভাবে হোম স্ক্রিন এ লেখা, পিকচার, হ্যান্ড-রিটেন টাইম- ডেট, এড করার সুবিধা।
© লেখা সহ সকল জিনিশ রোটেট করার সুবিধা।
বুঝে উঠতে পারছিলাম না কিভাবে লেখবো এই লঞ্চার নিয়ে পোস্ট টা। আশা করছি পোস্ট এর সাথে স্ক্রিনশট গুলা দেখলে আপনাদের ধারনা পরিষ্কার হবে । না হইলে আমারে বকা দিয়েন না আবার স্ক্রিনশট এ আমার কাস্টমাইজড হোম স্ক্রিন গুলার পিক দিলাম। আপনি চাইলে নিজের মন মতো থিম ব্যবহার করে হোম স্ক্রিন কাস্টমাইজ করতে পারবেন। আর পারলেই আন্নে বচ
তোহ দেরি না করে নিচের লিনক থেকে এপ টি ডাউনলোড করে ইচ্ছামত কাস্টমাইজ করেন । জিনিষ টা ভাল্লাগলে এই আদম এর লাইগা দুয়া কুইরেন আর পোস্ট টায় একটু লাইক-শেয়ার দিয়েন